ডেস্ক রিপোর্ট।
আগামীকাল ১০,মে রোজ শনিবার গভীর সমুদ্র বন্দর পরিদর্শনের জন্য মন্ত্রণালয়ের নীতিনির্ধারণী পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ধলঘাটায় আসছেন। সেই প্রেক্ষিতে ধলঘাটার মানুষের প্রাণের দাবি তথাপি ধলঘাটার মানুষের জীবন-জীবিকা, অস্তিত্ব, সামাজিক ও মানবিক মর্যাদা, অধিকার ও স্বাধীনতা, শত বছরের ঐতিহ্যবাহী জনপদ, বাস্তুভিটা, ফসলী জমি, জীববৈচিত্র্য, নদী, প্রাকৃতিক পরিবেশ ও অনাগত প্রজন্মের ভবিষ্যৎ রক্ষায় ধলঘাটাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে “ধলঘাটা রক্ষা আন্দোলন” এর আয়োজনে স্থানীয় নাছির মোহাম্মদ ডেইল স্টেশনে অনুষ্ঠিত হতে যাচ্ছে “স্থানীয় জনগণের বিক্ষুব্ধ প্রতিবাদ সমাবেশ”।
♦ধলঘাটাবাসীর মৌলিক দাবিসমূহঃ
=====================
১। ধলঘাটায় নতুন করে আর কোনো ভূমি অধিগ্রহণ নয়
২। গভীর সমুদ্র বন্দরের নাম ধলঘাটা গভীর সমুদ্র বন্দরের নামে নামকরণ করতে হবে।
৩। ইতিমধ্যে অধিগ্রহণকৃত ভূমির ন্যায়ভিত্তিক ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।
৪। স্থানীয় জনগণের অধিকার, অংশগ্রহণ, অংশীদারত্ব এবং সুযোগ নিশ্চিত করতে হবে।