শাহরিয়ার মাহমুদ রিয়াদ স্টাফ রিপোর্টার।
চকরিয়া উপজেলায় যেন অবাধে চলছে ‘স্বাস্থ্য বাণিজ্য অলিগলিতে নিয়মনীতি উপেক্ষা করে গড়ে উঠেছে একের পর এক অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। ব্যাঙের ছাতার মতো এসব প্রতিষ্ঠানের বিস্তার প্রশাসনের চোখের সামনে হলেও, কার্যকর ব্যবস্থা নেই বললেই চলে।
জানা যায়, বদরখালী জেনারেল হাসপাতাল কোন ধরণের সরকারি অনুমোদন ছাড়াই চলছে চিকিৎসা সেবা, এর অধিকাংশই অব্যবস্থাপনা, অদক্ষ কর্মী ও মানহীন যন্ত্রপাতির মাধ্যমে প্রতিদিন রোগীদের জীবন নিয়ে ছিনিমিনবি খেলছে।
অনুমোদন না থাকলেও আইনি বাধা অমান্য করে চালিয়ে যাচ্ছেন অপারেশন থিয়েটার। নামমাত্র হাসপাতাল, নেই কোন ডিপ্লোমাধারী ল্যাব টেকনিশিয়ান ও নার্স।এই অবৈধ হাসপাতালের অপচিকিৎসা বন্ধ করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
বদরখালী জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: রকিবুল হোছাইন কাছে জানতে চাইলে হাসপাতালের সকল বিভাগের অনুমোদন আছে বলে জানান ।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জয়নুল আবেদীন বলেন , হাসপাতালটি দ্বিতীয় শ্রেণীর , হাসপাতালের কাগজপত্র নবায়ন নেই।
সকল অবৈধ হাসপাতাল ও ল্যাবের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে ।