“পেকুয়ার অনলাইন নিউজ ” কর্তৃক অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ। উপজেলা জামায়াতের আমির মাওলানা ইমতিয়াজ উদ্দিন ও সেক্রেটারির জনাব ডাঃ নুরুল কবির যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান।বিবৃতিতে নেতৃদ্বয় বলেন:
সম্প্রতি “পেকুয়া অনলাইন নিউজ ” নামক পেইক আইডি থেকে “পেকুয়া বাজার হকার মার্কেটের প্রতিটি দোকান থেকে সাপ্তাহিক ৬০০টাকা চাঁদা আদায় করছে জামাতের লোকেরা” মর্মে একটি মিথ্যা সংবাদ প্রচারিত হয়।যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত। তাই আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা ৫ আগষ্ট পট পরিবর্তনের পর প্রথম উপজেলা হল রোমে আইন শৃঙ্খলা কমিটির সভায় দাঁড়িয়ে ঘোষণা করেছি, আমাদের কোন লোক চাঁদাবাজি, ,দখলবাজি বা অন্য কোন অপরাধে জড়িত হলে আমরা নিজেরাই তাঁকে ধরে প্রশাসনের হাতে তুলে দেব। এখনো একই ঘোষণা দিয়ে যাচ্ছি। কখন কে চাঁদাবাজি করেছে তার প্রমাণ দিতে হবে।অন্যথায় এই অপপ্রচার কারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।