শাহরিয়ার মাহমুদ রিয়াদ স্টাফ রিপোর্টার।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চকরিয়া উপজেলা শাখার সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ও কাকারা ইউনিয়ন শাখার সাবেক সফল সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক এবং দানবীর প্রয়াত আলহাজ্ব মুহাম্মদ ইব্রাহীম চৌধুরী মনু মিয়ার (৩য়) তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
রোববার ১৩এপ্রিল কাকারা জামেয়া ইসলামীয়া ফোরকানিয়া হেফজখানা ও এতিমখানা মাদরাসার মিলনায়তনে আছরের নামাজের পরে খতমে কোরআন দোয়া মাহফিল এবং আলোচনা সভায় কাকারা ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মুহাম্মদ ইউনুসের পরিচালনা অনুষ্ঠিত হয়।
স্মরণ সভা অনুষ্ঠানে কাকারা ইউনিয়ন বিএনপির সভাপতি এম. মহি উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন চকরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব এম. মোবারক আলী।
এদিকে আলোচনা সভায় বক্তব্য রাখেন পরিবারের পক্ষে বড় ছেলে মোহাম্মদ নোমান মিয়া, চকরিয়া উপজেলা কৃষকদলের সভাপতি মুহাম্মদ মহি উদ্দিন পুতু, উপজেলা শ্রমিকদলের সেক্রেটারি মুহাম্মদ শাহাব উদ্দিন লাল্টু, কাকারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জাফর আলম, দপ্তর সম্পাদক এম.শোয়াইবুল ইসলাম এম.এ, ও কাকারা ইউনিয়ন যুবদলের সভাপতি মুহাম্মদ নুরুল হুদা রানা।
দোয়া মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ এবং শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন কাকারা মসজিদুল আদনের খতিব মাওলানা মুহাম্মদ এরফান উল্লাহ।
এসময় পরিবারের ছোট ছেলে মুহাম্মদ সাঈদুল নেওয়াজ, চকরিয়া উপজেলা ও কাকারা ইউনিয়ন বিএনপি, যুবদল, শ্রমিকদল, কৃষকদলসহ অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন খতমে কোরআন ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে।
পরে প্রয়াত চকরিয়া উপজেলা শাখার সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ও কাকারা ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক এবং দানবীর প্রয়াত আলহাজ্ব মুহাম্মদ ইব্রাহীম চৌধুরী মনু মিয়ার কবর জেয়ারতে অংশ গ্রহন করেন চকরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব এম মোবারক আলী ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।