শক্তি বানাও শোককে
মাহফুজুর রহমান আখন্দ
🌹
ফি লি স্তি নে জ্বলছে আগুন
জ্বলছে আগুন বক্ষে
বিশ্ববাসী দাঁড়াও রুখে
মানবতার পক্ষে
রাফা শহর ধ্বংস এখন পাথর চাপায় লাশ
দিনে দিনে বদলে দিলো গাজার ইতিহাস
নারী শিশুর আহাজারি
আকাশ বাতাস হচ্ছে ভারি
লড়তে হবে গাজার ভূমি মুক্ত করার লক্ষে
ইতিহাসের ছিন্ন পাতায় হায়না শকুন হাসে
রক্ত খেকো দানবগুলো হাসছে তাদের পাশে
জেগে ওঠো সালাহদিন
স্বাধীন করো ফি লি স্তি ন
কান্না থামাও গর্জে উঠো শক্তি বানাও শোককে।
Mahfuzur Rahman Akhanda