“আনাস ইবনু মালিক রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
لاَ تَبَاغَضُوا ، وَلاَ تَحَاسَدُوا ، وَلاَ تَدَابَرُوا وَكُونُوا عِبَادَ اللهِ إِخْوَانًا ، وَلاَ يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلاَثَةِ أَيَّامٍ.
তোমরা একে অন্যের প্রতি বিদ্বেষভাব পোষন করো না। পরস্পর হিংসা করো না। পরস্পর বিরুদ্ধাচরণ করো না। তোমরা সবাই আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও। কোন মুসলমানের জন্য তিন দিনের বেশী তার ভাইকে পরিত্যাগ করে থাকা (অর্থাৎ তার সাথে কথা না বলা) জায়িয নয়।
সহীহ বুখারী, হাদীস ৬০৬৫ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত) ৫৬৩৯ (ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)”