চকরিয়ায় রেলওয়ের স্টেশনে স্টপেজ ও
কাউন্টার চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ
দুইবছর আগে বাড়ির পাশে স্বপ্নের রেলোইন চালু হলেও এখনো সেই স্বপ্ন অধরাই থেকে গেছে কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাংবাসির। কারণে রেলওয়ে স্টেশন স্টপেজ না থাকায় হারবাং জংশন থেকে রেল গাড়িতে উঠতে পারেনি কেউ।
এমন প্রেক্ষাপটে দোহাজারী থেকে কক্সবাজার রেললাইনের চকরিয়া উপজেলার হারবাং রেলওয়ে স্টেশনে স্টপেজ ও কাউন্টার চালুর দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে
হারবাং রেলওয়ে স্টেশনে এ বিক্ষোভ সমাবেশ করেছে হারবাংবাসি।
আয়োজক কমিটির মোজাম্মেল হক ও মো. আমিনের যৌথ সঞ্চালনায় বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট এসোসিয়েশন অব চকরিয়ার আহ্বায়ক সাখাওয়াত হোসাইন শিপন, ডা. আজাদুল ইসলাম, কলেজ শিক্ষার্থী অর্ণব বড়ুয়া, ডা.একেরামুল হক শামসুল আলম।