শাহরিয়ার মাহমুদ রিয়াদ স্টাফ রিপোর্টার।
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি গাজীপুরের টঙ্গী থানার আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সদস্য মাওলানা রইস উদ্দিনের হত্যার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কক্সবাজার জেলা শাখার উদ্যোগে কক্সবাজার পৌরসভার সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকাল ৪টায় মানববন্ধনে বক্তারা বলেন, ২৬শে এপ্রিল পীর ওলামা মাশায়েখ সুন্নী সূফীবাদী জনতার মহাসমাবেশ বাতিল জঙ্গি, উগ্রবাদীদেরকে আতঙ্কিত করে তুলছে।
তাই তারা বিভিন্নভাবে পীর-মাশায়েখদের ভয় ভীতি ও হত্যা নির্যাতনের পথ বেছে নিয়েছে। বক্তারা বলেন, ফিলিস্তিনে নির্যাতিত মুসলমানদের পক্ষে কথা বলায় বাংলাদেশে প্রথম শহীদ মাওলানা রইস উদ্দিন।
উগ্র জঙ্গিরা তার এই হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করার ষড়যন্ত্রে লিপ্ত। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই। এই অপতৎপরতা কোনভাবেই এদেশের সুন্নী সুফিবাদি জনতা মেনে নেবে না। অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।
এদিকে বক্তারা আরো বলেন, দেশে আজ খুনের রাজত্ব কায়েম করা হয়েছে। খুন, দর্শন, চুরি, ডাকাতি দিন দিন বেড়েই চলছে। আজ আইন শৃঙ্খলার চরম অবনতি। কোথাও আইনের শাসন নেই।
কোন কিছু হলেই দুষ্কৃতিকারীরা একটা কমন ইস্যু দাঁড় করিয়ে দেয়, ফ্যাসিবাদের দোশর। এইটা যে তাদের লুটপাট ও মবের রাজত্ব কায়ামের হাতিয়ার, জনগণ তা বুঝে গেছে। এই অবস্থা চলতে দেয়া যায় না। এ অপশক্তির বিরুদ্ধে সুন্নি জনতাকে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানানো হয়।
এ সময় মানববন্ধনে মব জাস্টিসের নামে বিচার বহির্ভূত হত্যাকান্ড বন্ধে ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগও দাবি করা হয়।
কক্সবাজার জেলা ছাত্রসেনার আহ্বায়ক হাফেজ মোহাম্মদ নূরুল আবছার ইমনের সভাপতিত্বে ও জেলা ছাত্রসেনার সদস্য সচিব এইচ এম সুলতান আমিনের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কক্সবাজার জেলার সভাপতি মাওলানা আবু ইউসুফ মনজুর আহমদ।
প্রধান বক্তার বক্তব্যে রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক মাওলানা সালাউদ্দীন মোহাম্মদ তারেক।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কক্সবাজার জেলা শাখার অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহমান রাসেল, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মহেশখালী উপজেলা শাখার সভাপতি কাজী জয়নাল আবেদীন, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় পরিষদের ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মদ কেরামত আলী, মহেশখালী উত্তর শাখার সভাপতি হাফেজ আনিসুর রহমান, দক্ষিণ শাখার সভাপতি মোহাম্মদ আবু সরকার, রামু উপজেলা সভাপতি মোহাম্মদ আবু তৈয়ব ইয়াসিন আরাফাত প্রমুখ।
এসময় মানববন্ধনে আহলে সুন্নাহ ওয়াল জামাত, যুবসেনা, ছাত্রসেনার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।