পেকুয়া উপজেলা প্রতিনিধি।
কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের পূর্ব সোনাইছড়ী ধনিয়াকাটা গ্রামের মেহেদী নামের এক লম্পট যুবকের লালসার শিকার হয়ে কুতুবদিয়ার এক অসহায় যুবতী আয়েশা বর্তমানে তিন মাসের অন্তঃসত্তা। বিয়ের আশ্বাসে আয়েশাকে একাধিকবার ধর্ষণ করেছে লম্পট মেহেদী। আয়েশা জানান, আমার বাড়ি কুতুবদিয়া বড়ঘোপ ইউনিয়নে। পেকুয়া উপজেলার
টইটং ইউনিয়নের পূর্ব সোনাইছড়ি ধনিয়াকাটা এলাকার ছেলে
মেহেদি হাসান আমার সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্কের নামে অভিনয় করে। আমাকে প্রতিনিয়তে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে স্ত্রী পরিচয় দিয়ে আমার সাথে… করে। আমি যখন তিন মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ি, তখন মেহেদিকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করি। এরপর মেহেদি আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিলে নিরূপায় হয়ে গত ১৪ রমজান তার বাড়িতে যাই। এরপর মেহেদির পরিবার আমাকে নানাভাবে হুমকি দিয়ে তাড়িয়ে দিয়েছে৷ এখন আমি অসহায় হয়ে পড়েছি।