নাওগাঁ প্রতিনিধি।
ইজরাইলি পণ্য বয়কট করুন, দেশী পণ্য ব্যবহার করুন”
সারা বিশ্বে ফিলিস্তিন এর উপর অত্যাচারী ইজরাইল এর পণ্য বয়কট লিফলেট লাগানো হয় । এসময় নওগাঁ জেলার , মান্দা উপজেলার, ৫নং গনেশপুর ইউনিয়ন এর সতিহাট বাজারের বিভিন্ন স্থানে এই লিফলেট লাগানো হয় । এসময় ছাত্রদল কর্মী, তানভির ইসলাম এর পরিচালনায়, সিফাত ইসলাম, রিফাত হোসেন, জিহাদ ইসলাম, তারেক রহমান, মাহী খান এর উপস্থিতি তে লিফলেট লাগানো পরিচালনা করা হয় ।