চকরিয়া ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার ২০মার্চ বিকাল ৪টায় ফাঁসিয়াখালী আশরাফুল উলুম মাদ্রাসার মাঠে ঈদ বস্তু বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ কুতুব উদ্দিনের সভাপতিত্বে ও বিএনপি নেতা মাষ্টার সিরাজ উদ্দিন আহমদ, মোহাম্মদ সৈয়দ আলম, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মুহাম্মদ ওবাইদুল্লাহ নুর সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক এনাম।
এতে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক ও চকরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব এম মোবারক আলী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ এস এম মনজুর, শাহ আলম সিকদার, বরইতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল আহমেদ সিকদার, অধ্যাপক কুতুব উদ্দিন, এ.কে জিল্লুর রহমান, লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ মানিক, মহিউদ্দিন, হারবাং ইউনিয়ন বিএনপির নেতা মুহাম্মদ নুর উল্লাহ নুরু, দেলোয়ার হোছাইন, এডভোকেট মঈনুল আমিন ইমু, চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম খোকন, চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কামরুল হাসান জাস্টিস, চকরিয়া উপজেলা কৃষকদলের আহবায়ক মহিউদ্দিন পুতু, চকরিয়া উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাব উদ্দিন লাল্টু, সিনিয়র সহ-সভাপতি মুসলেম উদ্দিন মোস্তাক, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সহিদুল ইসলাম সিকদার, ছাত্রদলের সাবেক আহবায়ক হাবিব উল্লাহ মিজবাহ।
পরে আলোচনা সভার শেষে ইফতার পূর্বে দেশও জাতির মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন চকরিয়া ফাঁসিয়াখালী আশরাফুল উলুম মাদ্রাসার প্রধান মাওলানা মোহাম্মদ আবদুল মন্নান।
এদিকে প্রতি ৯ওয়ার্ড থেকে ১০জন করে মোট ৯০ জন অসহায় গরীব, দরিদ্র, অসহায় পরিবারের মাঝে ঈদ বস্তু বিতরণ করেন চকরিয়া উপজেলা বিএনপির আহবায়ক মুহাম্মদ এনামুল হক এনাম, সদস্য সচিব মুহাম্মদ মোবারক আলী ও ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক মুহাম্মদ কুতুব উদ্দিন।
এসময় চকরিয়া উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।