চকরিয়া পৌরসভা ৭নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল স্থানীয় পালাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) ওয়ার্ড জামায়াতের সভাপতি মাস্টার মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ মাওলানা এহসানুল হকের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা মুহাম্মদ দেলোয়ার হোসাইন।
তিনি বলেন, রোজার প্রকৃত শিক্ষার বাস্তবায়ন করতে হলে কুরআনের সমাজ প্রতিষ্ঠা করার বিকল্প নেই। এই রোজা আমাদেরকে তাকওয়া অর্জনের শিক্ষা দেয়। তাকওয়ার ভিত্তিতে পরিবার, সমাজ ও রাষ্ট্র পরিচালিত করতে পারলেই রোজার আসল সার্থকতা প্রতিষ্ঠিত হবে। তাই রহমত মাগফিরাত ও নাজাতের মাস মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে তাকওয়ার সমাজ প্রতিষ্ঠায় যেনো সকলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী, চকরিয়ার চিরিঙ্গা ইউনিয়ন জামায়াতের সভাপতি মুহাম্মদ নুরুন্নবী ও চকরিয়া পৌরসভা শ্রমিক কল্যাণের সভাপতি আরিফুল ইসলাম ও ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন।
এসময় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে ইফতারপূর্ব মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করা হয়।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মোঃ বাকী উল্লাহ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত