চকরিয়া পৌরসভা ৬নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর বাছাইকৃত কর্মী ও অগ্রসর সহযোগিদের নিয়ে শিক্ষা বৈঠক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) বিকাল তিনটায় চকরিয়া উম্মাহাতুল মো’মেনীন মহিলা দাখিল মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষা বৈঠক ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড জামায়াতের সভাপতি জামাল হোসাইন।
ওয়ার্ড সেক্রেটারি তৌহিদুল ইসলামের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবির।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতের নায়েবে আমীর মো. ফখরুল ইসলাম ও সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী।
শিক্ষা বৈঠকে দারসুল কুরআন পেশ করেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. মাওলানা মুহাম্মদ এনামুল হক।
এছাড়া ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাওলানা মনির উদ্দিন, ৬নং ওয়ার্ডের সহকারী সেক্রেটারি আতিকুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।
এসময় ৫নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা নুরুল হোসাইনসহ বিভিন্ন ইউনিটের সভাপতি-সেক্রেটারিগণ উপস্থিত ছিলেন।
পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমদ্বীন মাওলানা আজিজুল হক জিহাদী।