কক্সবাজারবাসীকে মাহে রমাদানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। ০১ মার্চ প্রদত্ত এক বিবৃতিতে তিনি জেলাবাসী কে মাহে রামাদানের শুভেচ্ছা জানিয়ে বলেন, রহমাত, বারকাত ও মাগফিরাতের সাওগাত নিয়ে পবিত্র মাহে রামাদান প্রতি বছরের মতো আবারো আমাদের মাঝে এসেছে। মাহে রামাদানে কুরআন নাজিলের কারণে অন্য যেকোনো মাসের চেয়ে মহিমান্বিত হিসেবে মহান আল্লাহর পক্ষ থেকে মুসলিম উম্মাহর জন্য উপহার হিসেবে দিয়েছেন। এ মাসে এমন একটি রাত আছে, যেই রাত হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ বলে স্বয়ং আল্লাহ তায়ালা ঘোষণা দিয়েছেন। তাই রমাদানের পবিত্রতা বজায় রেখে যথাযথ ভাবগাম্ভীর্যের সহিত রমাদান কে অতিবাহিত করা প্রত্যেকের উচিত।
তিনি আরো বলেন, রমাদান আসলে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী অতি মুনাফার লোভে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে। যা খুবই নিন্দনীয় এবং অগ্রহণযোগ্য। আমি সকল ব্যবসায়ী ভাই কে বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি। এতে জনগণের কষ্ট লাঘবের পাশাপাশি আপনাদের ব্যবসায় বারকাত হবে। তিনি কুরআন নাজিলের মাস হিসেবে বুঝে বুঝে কুরআন পড়ে কুরআনের সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান। অশ্লীলতা, বেহায়াপনা বন্ধ রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। মদ, জুয়া, ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের জন্য প্রশাসনের কঠোর নজরদারি কামনা করেন। সর্বোপরি কক্সবাজারবাসীসহ দেশবাসী যেন স্বস্তি, শান্তি ও নিরাপত্তার সাথে রমাদান অতিবাহিত করতে পারে মহান আল্লাহর কাছে সেই দোয়া সকলের নিকট কামনা করেন।