"কক্সবাজার সরকারি মহিলা কলেজে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপিত"
অদ্য সকাল ৯:৩০ ঘটিকায় কক্সবাজার সরকারি মহিলা কলেজে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো: অহিদুল ইসলাম পিঠা উৎসব কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এরপর কলেজের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ পিঠা উৎসবের বিভিন্ন স্টল পরিদর্শন করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন। পরবর্তীতে কলেজের অধ্যক্ষ মহোদয়ের নেতৃত্বে সকল শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে পরিস্কার-পরিচ্ছন্নতা কাযক্রম পরিচালনা করেন।
সকাল ১০:৩০ ঘটিকায় কলেজ মিলনায়তনে পলিথিন ও প্লাস্টিক বর্জন এবং পরিবেশ সুরক্ষা সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রসায়ন বিভাগের প্রভাষক জনাব নুরুল মোস্তফা বিন বশির এর সঞ্চালনায় উক্ত সভায় কলেজের অধ্যক্ষ পলিথিন ও প্লাস্টিক বর্জ্য প্রতিরোধে সবাইকে সামাজিক সচেতনতা গড়ে তোলার আহবান জানান। পলিথিন ও প্লাস্টিক বর্জন এবং পরিবেশ সুরক্ষা বিষয়ের উপর প্রবন্ধ উপস্থাপন করেন তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন কমিটির আহবায়ক জনাব মোহাম্মদ সোলাইমান।
সকাল ১১ ঘটিকায় কলেজ মিলনায়তনে জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও ফ্যাসিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো: অহিদুল ইসলাম। অধ্যক্ষ তাঁর বক্তব্যে তরুণদের মধ্যে জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে সুনাগরিক হিসেবে গড়ে উঠার আহবান জানান। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক জনাব মোহাম্মদ সোলাইমান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও প্রভাষক জনাব মো: সাকিহ উদ্দিন কাদের, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোহাম্মদ শাহ আলম, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান জনাব শহিদুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক জনাব আফরোজা সোলতানা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক জনাব মোহাম্মদ রিয়াদ।
শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নিশরাত শাহীন নিষ্পা ও দ্বাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী সাওদা উম্মুল ফজল। আলোচনা সভা শেষে পিঠা উৎসবে অংশগ্রহণকারী স্টলগুলোর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অংশগ্রহণকারী ১১টি স্টলের মধ্যে ১ম ও ২য় স্থান অধিকার করেন যথাক্রমে- শহীদ আবু সাঈদ স্টল, শহীদ রিয়া গোপ স্টল।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মোঃ বাকী উল্লাহ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত