কক্সবাজার জেলার মহেশখালীতে রায়তুশ শরফ শাহ কুতুবউদ্দিন (রহঃ) হেফজখানা ও এতিমখানায় ৪ জন কোরআনে হাফেজকে পাগড়ি প্রদান ও হিফজুল কোরআন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।
আজ ২১ শে ফেব্রুয়ারী বিকালে পুটিবিলা বায়তুশ শরীফ শাহ কুতুবউদ্দিন রহঃ হেফজখানা সংলগ্ন মসজিদ বায়তুশ শরফ জামে মসজিদের ৪ জন নতুন কোরআনে হাফেজকে পাগড়ি প্রদান ও হিফজুল কোরআন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।
এতে বাইতুশ শরফ আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশ মহেশখালী পুটিবিলা শাখার সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মাওলানা জহির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন...বায়তুশ শরীফ শাহ কুতুবউদ্দিন রহঃ হেফজখানা ও এতিমখানা পরিচালনা কমিটির সহ-সভাপতি মাওলানা জহির, সাধারণ সম্পাদক নুরুল কুদ্দুস সওদাগর, অর্থ সম্পাদক হাজী নুরুল হক, সদস্য রফিকুল ইসলাম, সাবেক কাউন্সিল আবু জাফর'সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-ছাত্র ও ছাত্রদের অভিভাবক উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মোঃ বাকী উল্লাহ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত