চকোরিয়া পুলেরছড়া দাখিল মাদরাসায় দুদিনব্যাপী
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা সম্পন্ন।
চকোরিয়া উপজেলাস্থ কাকারা ইউনিয়ন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পুলেরছড়া দাখিল মাদরাসার উদ্যোগে দুদিনব্যাপী ১৯-২০, বুধবার ও বৃহস্পতিবার সকাল ৯টায় মাদরাসার মাঠ প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা সম্পন্ন হয়েছে।
সাংস্কৃতিক অনুষ্ঠানে পুলেরছড়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ আব্দুর রহিম নিজামীর সভাপতিত্বে বিভিন্ন ক্লাস শ্রেণীর শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন।
এসময় অত্র মাদরাসার পরিচালনা কমিটির সেক্রেটারি মৌলনা মুহাম্মদ কুতুব উদ্দিন, সহ-সুপার মাওলানা মুহাম্মদ মিনহাজ উদ্দিন, ইংরেজি বিভাগের শিক্ষক মুহাম্মদ রিয়াদুল ইসলাম রিয়াদ, বিজ্ঞান বিভাগের শিক্ষক মুহাম্মদ শাহেদুল ইসলাম, গণিত বিভাগের শিক্ষক মুহাম্মদ আবুল বশর, নূরানী বিভাগের প্রধান পরিচালক মাওলানা মুহাম্মদ ইমরানুল ইসলাম, আরবি বিভাগের শিক্ষিকা মোছাম্মৎ জোসনা আক্তার, বাংলা বিভাগের শিক্ষিকা মোছাম্মৎ মোকাররমা জান্নাত ও মোছাম্মৎ কাউছার জান্নাত, আরবি শিক্ষিকা মোছাম্মৎ জান্নাতুল ফেরদৌস, বিচারকদের মধ্যে দায়িত্ব পালন করেন মোহাম্মদ জয়নাল আবেদীন, মোহাম্মদ জালাল উদ্দীন এবং মুহাম্মদ বুরহান উদ্দিন।