ছাইরাখালী প্রিমিয়ার উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা এবং বিদায় অনুষ্ঠান।
চকরিয়া উপজেলাস্থ ফাঁসিয়াখালী ইউনিয়ন শিক্ষাপ্রতিষ্ঠান ছাইরাখালী প্রিমিয়ার উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার ১১, ১২ ও ১৩ ফেব্রুয়ারি তিনদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ এবং বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহেদুল ইসলাম বি.এস.এস ( অনার্স) এম.এস.এস এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন দশম শ্রেণির ছাত্র মুহাম্মদ রবিউল হাসান।
বিদায়ী আনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফাঁসিয়াখালী ইউনিয়ন শাখার সেক্রেটারি মুহাম্মদ আতিকুর রহমান আতিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক বাংলাদেশের আলো চকরিয়া ও পেকুয়া প্রতিনিধি শাহরিয়ার মাহমুদ রিয়াদ, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার মোছাম্মৎ মুর্শিদা বেগম, দিগরপানখালী এস.এ আইডিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালক মুহাম্মদ শহিদুল ইসলাম শহিদ, এনআরবি ব্যাংক চকবাজার শাখার ব্যাংকার মুহাম্মদ জয়নাল আবেদীন ও প্রিমিয়ার উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মুহাম্মদ এহছানুল হক।
এসময় ছাইরাখালী প্রিমিয়ার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ ওসমান গনী, চকরিয়া মোহনা শিল্পী গোষ্ঠীর পরিচালক মুহাম্মদ সাইফুল ইসলাম, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ হাফিজুল হক, সিনিয়র শিক্ষিকা মোছাম্মৎ সেলিনা বেগম,সিনিয়র শিক্ষিকা মোছাম্মৎ তাছলিমা আক্তার, সিনিয়র শিক্ষিকা মোছাম্মৎ পারভীন আক্তার, সিনিয়র শিক্ষিকা রিশনি রানি দাশ, সিনিয়র শিক্ষিকা মোছাম্মৎ সুমি আক্তার, সহকারী শিক্ষিকা মোছাম্মৎ মাইমুনা আক্তার ও সহকারী শিক্ষিকা জয়শ্রী দাশ জয়া, ২০২৪ সালের প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিত ছিলেন- মুহাম্মদ তাফসিরুল ইসলাম মানিক, মুহাম্মদ এনায়েত হোসেন সাকিল, মোছাম্মৎ তানজিলা আক্তার, মোছাম্মৎ জন্নাতুল ফৈরদোস, মোছাম্মৎ মিসফা মনি, মোছাম্মৎ সুমাইয়া আকতার, এবং ২০২৫ সালের পরীক্ষার্থী মোছাম্মৎ জান্নাতুল মাওয়া জুবাইরা, মোছাম্মৎ সানজিদা আক্তার, মোছাম্মৎ সারজিনা আকতার, মোছাম্মৎ মরিয়ম জান্নাত, মোছাম্মৎ শামিয়া শাওরিন চুহি, মোছাম্মৎ শাকিলা ইয়াছমিন, মোছাম্মৎ তানিয়া আক্তার ও মোহাম্মদ মহি উদ্দিনসহ অভিভাবক-অভিভাবিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে দেশও জাতির মঙ্গল কামনা করে সকল এস.এসসি পরীক্ষার্দের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহেদুল ইসলাম।
অনুষ্ঠানের শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন অতিথিবৃন্দ।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মোঃ বাকী উল্লাহ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত