সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মো. আব্দুর রউফ মারা গেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ রোববার সকাল ১০টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। এদিকে আব্দুর রউফ এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ রোববার সামাজিক মাধ্যমে ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘মহান মাওলার জিম্মায় চলে গেলেন বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র বিচারপতি জনাব মুহাম্মদ আব্দুর রউফ। বিশিষ্ট ইসলামিক স্কলার, সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও বাংলাদেশ হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি জনাব মুহাম্মদ আব্দুর রউফ কিছুক্ষণ আগে মহান মাওলার ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…।”
তিনি লেখেন, ”বাংলাদেশের বিচারব্যবস্থা এবং গণতন্ত্রের বিকাশে তাঁর ছিল অপরিসীম অবদান। তাছাড়াও তিনি জাতীয় শিশুকিশোর ফুলকুঁড়ি আসরের দীর্ঘদিন কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছেন। বহু ধর্ম ও মতের মানুষদেরকে নিয়ে ইন্টারফেইথ ময়দানেও তিনি যথেষ্ট অবদান রেখেছেন। গুণীজন এই ব্যক্তি দুনিয়া ছেড়ে চলে যাওয়ায় নিঃসন্দেহে একটি বিরাট শূণ্যতা তৈরি হয়েছে”।
পরিশেষে তিনি লেখেন, ”আল্লাহ রাব্বুল আলামীন তাঁর উপর রহম করুন, তাঁকে ক্ষমা করুন এবং অনন্তকালের দীর্ঘ সফরে আল্লাহ তায়ালা রহমতের ফিরিস্তাদেরকে মরহুমের সঙ্গী বানিয়ে দিন। সর্বোপরি আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন। তাঁর আত্মীয়-স্বজন, আপনজন ও প্রিয়জনদেরকে এই শোকে ধৈর্য্য ধারণ করার তাওফিক দান করুন। আমীন!”