উম্মাহর মাথায় আর দিওনা বাড়ি
ফরিদ ফারুক
(০২/০২/২৫)
কাওমি এবং জামাত
মাঝে ….
না রয় যদি তফাৎ
তবে….
সম্ভাবনা দ্বীন কায়েমের
জাগে অনেকখানি
নচেৎ এ দেশ
হবে ভারতপ্রদেশ
বোআবদিলের সূরে কাঁদবে সবে
মৌলুভীদের হুশ আসবে কবে!
বিভক্তি-বিভাজন
সইতে না আর পারি
মোল্লা সকল উম্মাহর মাথায়
আর দিওনা রাড়ি।
তোদের পায়ে পড়ি!!!