বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তবে, দেশের বাইরে অবস্থান করায় ট্রাবের পুরষ্কার সশরীরে উপস্থিত হয়ে পুরষ্কার গ্রহণ করতে পারেননি ইলিয়াস হোসাইন। তার পক্ষে ‘সম্মাননার’ ক্রেস্ট গ্রহণ করেন ইলিয়াস হোসাইনের ভাই আল আমিন হোসাইন।
এছাড়া ট্র্যাব অ্যাওয়ার্ড ২০২৪ - আজীবন সম্মাননা পেয়েছেন বরেণ্য সাংবাদিক শফিক রেহমান, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত আলোকচিত্রী নূরউদ্দিন আহমেদ এবং সাংবাদিক আশরাফ উদ্দিন।
৩৪তম ট্রাব অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চলচ্চিত্র, টেলিভিশন, সঙ্গীত ও নৃত্যসহ বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিত্বদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মোঃ বাকী উল্লাহ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত