চকরিয়া পৌরসভার অন্তর্গত হাজিয়ান কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ৮নং ওয়ার্ডে অবস্থিত খোয়াজ নগর তা’লিমুল কুরআন একাডেমি ও সখিনাতুল উলুম হেফজখানার যৌথ উদ্যোগে ২৫তম বার্ষিক সভা ও সীরাতুন নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতকাল ৩০ জানুয়ারি ২৫ হাজিয়ান কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন হাজিয়ান কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আবু আয়ুব আনছারি। প্রধান মুফাচ্ছির হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা আলমগীর আজিজি, কক্সবাজার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা লুৎফুর রহমান,পেকুয়া।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা আবু জর গিফারী সম্মানিত শিক্ষক আলীকদম ইসলামিয়া দাখিল মাদ্রাসা , চকরিয়া। হযরত মাওলানা জামাল হোসাইন নূরী সাবেক সুপার হাজিয়ান দাখিল মাদ্রাসা ,চকরিয়া। হযরত মাওলানা জাকের হোসাইন হেলালী, খতিব বারআউলিয়া কেন্দ্রীয় জামে মসজিদ ,চকরিয়া। হযরত মাওলানা মাশুক আহমদ ফারুকী, খতিব পুরুইত্তাখালী জামে মসজিদ চকরিয়া। হযরত মাওলানা আজিজুর রহমান এম এ, শিক্ষক আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসা। হযরত মাওলানা সালাহউদ্দিন আইউবী,সাবেক সুপার খোয়জ নগর তা’লিমুল কুরআন একাডেমি।হযরত মাওলানা আব্বাসউদ্দীন কুতুবী, খতিব দক্ষিণ হাজিয়ান আলী পাড়া জামে মসজিদ চকরিয়া। মাওলানা শহিদুল ইসলাম নিশাত, খতিব বাইতুল মামুর জামে মসজিদ পেকুয়া।এতে আরো দেশবরেণ্য উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। মাহফিল শেষে দেশ ও জাতীর জন্য দোয়া করা হয়।