কক্সবাজারে আমীর জামায়াত আগমন উপলক্ষে চকোরিয়া পৌর ব্যবসায়ীর উদ্যোগে প্রস্তুতি সভা
শাহরিয়ার মাহমুদ রিয়াদ:
বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় আমীর ডাঃ মুহাম্মদ শফিকুর রহমান কক্সবাজার আগমন উপলক্ষে চকোরিয়া পৌর ব্যাবসায়ী শাখার উদ্যোগে প্রস্তুতি সভা ও কর্মী সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৯জানুয়ারী মাগরিবের নামাজের পরে চকোরিয়া পৌর শহর রেড চিলি রেষ্টুরেন্ট এন্ড কনভেনশন হলে প্রস্তুতি সভার অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্বারী মুহাম্মদ ওয়াহিদ।
কর্মী সম্মেলন স্বাগত বক্তব্য রাখেন চকোরিয়া পৌর ব্যবসায়ী শাখার সভাপতি মুহাম্মদ শাহজাহান।
উক্ত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকোরিয়া পৌর জামায়াত ইসলামীর সেক্রেটারি সাবেক ছাত্রনেতা মাওলানা মুহাম্মদ কুতুব উদ্দিন হেলালি।
এতে বক্তব্য রাখেন জামায়াত নেতা ডাঃ মুহাম্মদ সরওয়ার আলম, মৌলনা মুহাম্মদ নুরুল আলম ও মুহাম্মদ সিরাজুল ইসলাম।
এসময় চকোরিয়া পৌর ব্যবসায়ী ওয়ার্ড শাখার জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।