বাংলাদেশে শাবান মাসের চাঁদ দেখা যায় নি
লাইলাতুন নিসফ মিন শাবান বা শাবানের মধ্য রজনী হবে ১৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে
“বাংলাদেশের আকাশে আজ (৩০ জানুয়ারি ২০২৫) পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায় নি। আগামীকাল ৩১ জানুয়ারি রজব মাসের ৩০তম দিন পূর্ণ হবে। ১ ফেব্রুয়ারি ২০২৫ থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হবে। ১৪ ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাতে পালিত হবে লাইলাতুন নিসফ মিন শাবান বা মধ্য শাবানের রাত (শবে বরাত)। রমাদান মাস শুরুর সম্ভাবনা ২ মার্চ ২০২৫ রবিবার।