1. mdbakiullahcox71@gmail.com : কক্স ২৪ : কক্স ২৪
  2. info@www.cox24.online : কক্স ২৪ :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শহীদি রক্তের বদৌলতে ফিলিস্তিন মুক্ত হবে আকসা মুসলমানদেরই থাকবেঃ মাওলানা মুহাম্মদ শাহজাহান।  ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বর্বরোচিত হামলার প্রতিবাদে শহর জামায়াতের বিক্ষোভ মিছিল। কক্সবাজারে জমি নিয়ে সংঘর্ষ, জামায়াত নেতাসহ নিহত ৩। নতুন ফ্যাসিবাদ ঠেকাতে শাসন কাঠামোর আমুল সংস্কার করতে হবেঃ নুর আহমদ আনোয়ারী। চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়ক যেন মৃত্যুর ফাঁদ। ঈদের জামাতে আসিফ কেন আলাদা কাতারে দাঁড়িয়েছিলেন, জানা গেল কারণ। আলো পোর ফাউন্ডেশন এন্ড ব্লাড ডোনেশন-এর পক্ষ থেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন! আলো পোর ফাউন্ডেশর-এর পক্ষ থেকে প্রবাসে অবস্থানরত রেমিট্যান্স যোদ্ধাদের ঈদুল ফিতরের শুভেচ্ছা। প্রবাল সাহিত্য সাংস্কৃতিক সংসদের ইফতার মাহফিল সম্পন্ন। আজ ২৫তম রমযানের রাত্রি।আজ রাতেও হতে পারে শবে কদর। আমদানি করা কয়লায় মাটি, ফিরিয়ে দেওয়া হলো চালান। আলো পোর ফাউন্ডেশন এন্ড ব্লাড ডোনেশন এর উদ্যোগে মাদ্রাসার বাচ্চাদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল সম্পূর্ণ। বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সাংবাদিকের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরীঃ সাংবাদিক কামাল হোসেন আজাদ চকরিয়া পৌরসভা ২নং ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল সম্পন্ন। দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবেঃ শাহজাহান চৌধুরী। প্রবাসী ইউনিয়নের উদ্যোগে সংযুক্ত আরব আমিরাতে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন। ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন। শবে কদর বা লাইলাতুলকদরের ফজিলত,বিশেষ আমল ও লক্ষণ সমূহঃ মাওলানা ইয়াহিয়া পারভেজ। চকরিয়া পৌরসভা ৭নং ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল সম্পন্ন। বাংলাদেশ জামায়াতে ইসলামী হ্নীলা ইউনিয়ন শাখার ৮নং ওয়ার্ডের ইফতার মাহফিল সম্পন্ন। বদরের প্রান্তরে ইসলামের বিজয় বিশ্বব্যাপী ইসলাম চেতনা কে শাণিত করেছিলঃ নুর আহমদ আনোয়ারী। সাহারবিল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ইমারত শাখার দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন। ধলঘাটা মোহাম্মদীয়া ইসলামিয়া পাঠাগারের ১২ তম মাহফিল সম্পন্ন। বাংলা ভিশন’ টিভিতে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনের তীব্র নিন্দা ও প্রতিবাদ। বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া পৌরসভার দায়িত্বশীল শিক্ষাশিবির সম্পন্ন। চকরিয়া পৌরসভা জামায়াতে ইসলামীর দায়িত্বশীল শিক্ষা শিবির সম্পন্ন। রোযা হচ্ছে জাহান্নামের ঢাল,এই ঢালকে অক্ষুণ্ণ রাখুনঃ মাওলানা ইয়াহিয়া পারভেজ। চকোরিয়া পুলেরছড়া দাখিল মাদরাসায় দুদিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা সম্পন্ন। রফিকুল উলুম ফাজিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন। জামায়াত নেতা আজহারের মুক্তির দাবীতে কক্সবাজার জেলা জামায়াতের বিক্ষোভ সমাবেশ। সফল মুমিনের কয়েকটি গুণঃ মাওলানা বাকী বিল্লাহ। কোরক বিদ্যাপীঠে পাঁচদিনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন। যে সাত শ্রেণির মানুষের জন্য ফেরেশতারা দোয়া করেন। ছাইরাখালী প্রিমিয়ার উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা এবং বিদায় অনুষ্ঠান। চকরিয়া আওয়ামী লীগের ১১ নেতা কর্মী আটক। শবে বরাতঃ ফজিলত পূর্ণ এক রাত। বিশুদ্ধ হাদীসের আলোকে শরে বারাতঃ মাওলানা ইয়াহিয়া পারভেজ। মোহাম্মদীয়া পাঠাগারের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। বাংলাদেশ জামায়াতে ইসলামী ধলঘাটা ইউনিয়ন শাখা দায়িত্বশীল সমাবেশ। দৈনিক পূর্বকোণের ৪০ বছরে পদার্পণ উপলক্ষে চট্টগ্রাম মহানগরী জামায়াতের শুভেচ্ছা। চকরিয়া ভোজনবিলাসীদের জন্য নতুন সংযোজন ইটালিয়া রেস্টুরেন্ট।। কক্সবাজারের সাবেক ডিসি রুহুল আমিনকে কারাগারে প্রেরণ। চট্টগ্রামের ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলের পঞ্চমদিনে ড. মিজানুর রহমান আজহারি। ছাত্রলীগের নাশকতা ঠেকাতে চকোরিয়া বিএনপির প্রতিবাদ সমাবেশ ও মিছিল। কক্সবাজারে আমীর জামায়াত আগমন উপলক্ষে চকোরিয়া পৌর ব্যবসায়ীর উদ্যোগে প্রস্তুতি সভা চট্টগ্রামের ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলের চতুর্থদিনে মুফতি আমির হামজা। মাওলানা মুমিনুল হক চৌধুরীর সহধর্মিনীর ইন্তেকালে চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের শোক, জানাজা ও দাফন সম্পন্ন, কোরআনে বর্ণিত মুমিনদের সাত বৈশিষ্ট্য বাংলাদেশে শাবান মাসের চাঁদ দেখা যায় নি লাইলাতুন নিসফ মিন শাবান বা শাবানের মধ্য রজনী হবে ১৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে টিকটক লাইভের সময় গুলিতে নিহত কোরআন পোড়ানো ইসলাম বিদ্বেষী আজকের হাদিস ভারতকে কোনো বিষয়ে ছাড় দেওয়া হবে না: বিজিবি মহাপরিচালক বিভাজিত হওয়ায় আমাদের শিক্ষা বিশ্বমানের হয়নি -মোহাম্মদ সেলিম উদ্দিন। সন্তানকে বাঁচাতে কিডনি দিবেন মা কক্সবাজার কলেজ অধ্যক্ষের পদত্যাগ দাবি ছাত্রদলের চকরিয়ায় রেলওয়ের স্টেশনে স্টপেজ ও কাউন্টার চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ চট্টগ্রাম ঐতিহাসিক তাফসির মাহফিলের ৩য় দিন। মোহাম্মদীয়া ইসলামিয়া পাঠাগারের ১২ তম মাহফিল এনসিটিবির সদস্য অধ্যাপক সরোয়ারকে জয়পুরহাটে বদলি সর্দি-কাশি কমাতে সারাদিন কতবার আদা পানি খাবেন? আমিরে জামায়াতের আগমনঃ চকরিয়া পৌরসভা ৭ নং ওয়ার্ডের প্রস্তুতি সভা আমিরে জামায়াতের আগমনঃ রামু উপজেলার প্রস্তুতি সভা ইয়োলো হোস্ট বাংলাদেশের অন্যতম সেরা এবং নির্ভরযোগ্য ওয়েব হোস্টিং সেবা দাতা ইয়োলো হোস্ট বাংলাদেশের সেরা ওয়েব হোস্টিং সেবা দাতা প্রতিষ্ঠান সম্প্রচার চকরিয়া পৌরশহরে জামায়াতে ইসলামী দাওয়াতী অভিযানে ব্যাপক সাড়া। গাজীপুরে মাওলানা রইস উদ্দিনকে হত্যার প্রতিবাদে কক্সবাজার ইসলামী ছাত্রসেনার উদ্যোগে মানববন্ধন। জনমানুষের আকাঙ্ক্ষা ধারণ করে জামায়াতে ইসলামী কাজ চালিয়ে যাচ্ছেঃ মোহাম্মদ শাহজাহান। চকরিয়া থেকে মাতারবাড়ি রেললাইন নির্মাণের উদ্যোগ। আমি উন্মাদঃ মুহাম্মদ শওকত আলী। চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ড জামায়াতে ইসলামের দাওয়াতি গণসংযোগ। চকরিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পৌরসভা জামায়াত। চকরিয়া আইন শৃঙ্খলা কমিটির বৈঠক। হাজার টাকায় রক্ত পরিসঞ্চালন খরচ নির্ধারণের দাবি মানব কল্যাণ ফাউন্ডেশনের। পেকুয়া উপজেলা জামায়াতের তীব্র নিন্দা ও প্রতিবাদ।

কোরআনে বর্ণিত মুমিনদের সাত বৈশিষ্ট্য

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

 

ঈমান  যাদের আছে, তাদের মুমিন বলে। যারা ইসলামে প্রবিষ্ট হয়েছেন, তাদের ইসলামের যাবতীয় বিষয়ে ঈমান রাখা অপরিহার্য। মুমিনের পরিচয় বর্ণনা করে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ‘মুমিন তো তারাই, যারা আল্লাহ ও তাঁর রাসুলের ওপর বিশ্বাস স্থাপন করেছে। অতঃপর তাতে কোনো ধরনের সন্দেহ পোষণ করেনি।

আর তাদের জীবন ও সম্পদ দ্বারা আল্লাহর পথে জিহাদ করেছে। প্রকৃতপক্ষে তারাই হলো সত্যনিষ্ঠ।’ (সুরা : হুজরাত, আয়াত : ১৫)সুরা মুমিনুনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের এমনই কিছু বিশেষ গুণ ও বৈশিষ্ট্যের কথা তুলে ধরেছেন। ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই সফলতা অর্জন করেছ মুমিনরা, যারা তাদের নামাজে আন্তরিকভাবে বিনীত।
যারা অহেতুক বিষয় থেকে বিরত থাকে। যারা জাকাত সম্পাদনকারী। যারা নিজ লজ্জাস্থান সংরক্ষণ করে; নিজেদের স্ত্রী ও মালিকানাধীন দাসীদের ছাড়া অন্য সবার থেকে। কেননা এতে তারা নিন্দনীয় হবে না।
তবে কেউ এ ছাড়া অন্য কিছু কামনা করলে তারাই হবে সীমা লঙ্ঘনকারী। এবং যারা তাদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে। এবং যারা নিজেদের নামাজের পরিপূর্ণ রক্ষণাবেক্ষণ করে। এরাই হলো সেই ওয়ারিশ, যারা জান্নাতুল ফিরদাউসের মিরাস লাভ করবে। তারা তাতে সর্বদা থাকবে।
’ (সুরা : মুমিনুন, আয়াত : ১-১১)উল্লিখিত আয়াতগুলোতে আল্লাহ তাআলা মুমিনের সাতটি গুণ-বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন :প্রথম গুণ : যারা তাদের নামাজে আন্তরিকভাবে বিনীত। প্রথম বৈশিষ্ট্য হলো, মুমিন নামাজে ‘খুশু’ অবলম্বন করে। নামাজ ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। মুমিনের চক্ষু-শীতলতা। আল্লাহর নৈকট্য লাভের অনেক বড় একটি মাধ্যম। রাসুল (সা.) ইরশাদ করেন, ‘নামাজে রাখা হয়েছে আমার চোখের শীতলতা।’ (সুনানে নাসায়ী, হাদিস : ৩৯৪০)

দ্বিতীয় গুণ : যারা অহেতুক বিষয় থেকে বিরত থাকে। মুমিনের বিশেষ একটি গুণ হলো, সে অনর্থক কথা-বার্তা থেকে বেঁচে থাকে। হাদিস শরিফে এসেছে, ‘সুন্দর মুসলিম হওয়ার একটি নিদর্শন হলো, অর্থহীন কাজ ত্যাগ করা।’ (তিরমিজি, হাদিস ২৩১৮)

অহেতুক বিষয় থেকে বেঁচে থাকার সর্বপ্রথম ক্ষেত্র হলো, সব ধরনের গুনাহের কাজ থেকে বিরত থাকা। তেমনি এমন কথা, কাজ, লেখা ও চিন্তা থেকে বেঁচে থাকা, যাতে না দ্বিনি কোনো ফায়দা আছে, না দুনিয়াবি কোনো ফায়দা আছে।

তৃতীয় গুণ : যারা জাকাত সম্পাদনকারী। তৃতীয় বৈশিষ্ট্য হলো, মুমিন জাকাত আদায় করে। জাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরজ বিধান। হাদিসের ভাষায় ইসলামের পঞ্চস্তম্ভের একটি। তাই ঈমানের অপরিহার্য দাবি, জাকাত ফরজ হলে তা আদায় করা। জাকাত আদায় না করার ব্যাপারে কোরআন ও হাদিসে কঠিন হুঁশিয়ারি এসেছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘যারা সোনা-রুপা পুঞ্জীভূত করে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, তাদের যন্ত্রণাময় শাস্তির ‘সুসংবাদ’ দাও। যেদিন সে ধন-সম্পদ জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, তারপর তা দ্বারা তাদের কপাল, পাঁজর ও পিঠে দাগ দেওয়া হবে (এবং বলা হবে) এই হচ্ছে সেই সম্পদ, যা তোমরা নিজেদের জন্য পুঞ্জীভূত করতে। সুতরাং তোমরা যে সম্পদ পুঞ্জীভূত করতে, তা মজা করে ভোগ করো।’ (সুরা : তাওবা, আয়াত : ৩৪-৩৫)

চতুর্থ গুণ : যারা নিজ লজ্জাস্থানের হেফাজত করে। চতুর্থ বৈশিষ্ট্য হলো, মুমিন তার লজ্জাস্থানের হেফাজত করে। নিজের চাহিদা পূরণের জন্য সে কোনো অবৈধ পন্থা অবলম্বন করে না। নিজের স্ত্রী ও শরিয়তসম্মত দাসী ছাড়া অন্য কারো সঙ্গে তার চাহিদা পূরণ করে না। এ প্রসঙ্গে আরো ইরশাদ হয়েছে, ‘মুমিন পুরুষদের বলো, তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এটাই তাদের জন্য শুদ্ধতর। তারা যা কিছু করে আল্লাহ সে সম্পর্কে পরিপূর্ণ অবগত। এবং মুমিন নারীদের বলো, তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে।’ (সুরা : নুর, আয়াত : ৩০-৩১)

পঞ্চম গুণ : এবং যারা আমানত ও অঙ্গীকার সম্পর্কে হুঁশিয়ার থাকে। এই আয়াতে মুমিনের দুটি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে : এক. মুমিন আমানতের হেফাজত করে। আমানতের হেফাজত ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান। কোরআন ও হাদিসের বিভিন্ন জায়গায় আমানত হেফাজতের ব্যাপারে গুরুত্বারোপ করা হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদেশ করছেন যে তোমরা আমানত তার হকদারকে আদায় করে দেবে।’ (সুরা : নিসা, আয়াত : ৫৮)

ষষ্ঠ গুণ : অঙ্গীকার পূর্ণ করা। অঙ্গীকার বলতে প্রথমত, দ্বিপক্ষীয় চুক্তি বোঝায়, যা কোনো ব্যাপারে উভয় পক্ষ অপরিহার্য করে নেয়। এরূপ চুক্তি পূর্ণ করা ফরজ (বাধ্যতামূলক) এবং এর খেলাফ করা বিশ্বাসঘাতকতা, প্রতারণা তথা হারাম। দ্বিতীয় ধরনের অঙ্গীকারকে ওয়াদা বলা হয়। অর্থাৎ একতরফাভাবে একজন অন্যজনকে কিছু দেওয়ার অথবা অন্যজনের কোনো কাজ করে দেওয়ার ওয়াদা করা। ওয়াদা পূর্ণ করা ইসলামী আইনে জরুরি ও ওয়াজিব। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘আর অঙ্গীকার পূরণ করো। নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে।’ (সুরা : বনি ইসরাঈল, আয়াত : ৩৪)

সপ্তম গুণ : যারা নিজেদের নামাজের পরিপূর্ণ রক্ষণাবেক্ষণ করে। সপ্তম বৈশিষ্ট্য হলো, মুমিন নামাজের পরিপূর্ণ রক্ষণাবেক্ষণ করে। ‘নামাজের রক্ষণাবেক্ষণ করে’ কথাটা ব্যাপক। এর মধ্যে অনেক বিষয় অন্তর্ভুক্ত। যেমন—যথাযথভাবে নামাজ আদায় করা, কখনো পড়বে কখনো পড়বে না—এমন নয়। সময়মতো জামাতের সঙ্গে নামাজ পড়া। সব শর্ত, আদব ও নিয়মাবলি রক্ষা করে সুন্দর ও সুচারুরূপে আদায় করা। (তাফসিরে কাবির ২৩/২৬৩)

আল্লাহ তাআলা আমাদের এসব বৈশিষ্ট্য অর্জনের তাওফিক দান করুন। আমিন

লেখক

মাওলানা মোহাম্মদ বাকী বিল্লাহ

খতিব শাহ জাব্বারিয়া জামে মসজিদ চকরিয়া

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট