আমীরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান আগামী ৮ ফেব্রুয়ারি কক্সবাজার আগমন উপলক্ষে চকরিয়া পৌরসভা ৭নং ওয়ার্ড জামায়াতের প্রস্তুতি সভা আজ বুধবার (২৯ জানুয়ারি) রাত আটটায় মৌলভীবাজারস্থ কমিউনিটি সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা কুতুবউদ্দিন হেলালী।
ওয়ার্ড সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে ও সেক্রেটারি এহসানুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মুসা ইবনে হোসাইন বিপ্লব।
এসময় ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি হেলাল উদ্দিন, বায়তুল মাল সম্পাদক নাজেম উদ্দিন, খোন্দকারপাড়া ইউনিট সভাপতি হাফেজ আব্দুল মজিদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।